কালচিনি , ৫ ডিসেম্বর : শীঘ্র খুলছে কালচিনি ব্লকের মধু চা বাগান । রবিবার মধু চা বাগান পরিদর্শন করে মধু চা বাগান নিতে ইচ্ছা প্রকাশ করে মালিক প্রতিনিধি । রবিবার সকালে মধু চা বাগানের দায়িত্ব নিতে ইচ্ছুক মালিক প্রতিনিধি মধু চা বাগান পরিদর্শনে আসেন । তারা বাগানের ফ্যাক্টরি ও চা বাগান সমস্ত খতিয়ে দেখেন ।
এদিন মালিক প্রতিনিধি সঙ্গে ছিলেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি পাসাং লামা , সাঁতালি প্রধান মনোজ বরুয়া । নতুন মালিক চা বাগানে আসায় আশার আলো দেখছেন শ্রমিকরা।
যদি ও এই বিষয়ে তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি পাসাং লামা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও শ্রমমন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে শীঘ্র খুলছে মধু চা বাগান । তিনি জানান আশা করছি আর ১৫ দিন পর অফিসিয়ালি খুলে যাবে মধু চা বাগান ।