শিলিগুড়ি , ১৬ মে : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জমি মাফিয়া গ্রেফতারের অভিযানে নেমে সেঞ্চুরি করল । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ আরও দুই জমি মাফিয়াকে গ্রেফতার করল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশে মাত্র ১৩ দিনের মধ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে শতাধিক জমি মাফিয়াকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে শিলিগুড়ি পুলিশ ।
গত কয়েকদিন ধরে একটানা অভিযান অব্যাহত পুলিশের । প্রধান নগর থানার পুলিশ রবিবার রাতে রাহুল মাহাতো এবং তোফিল ওরাওঁকে গ্রেফতার করেছে। রাহুল মাহাতো ও তোফিল ওঁরাওকে প্রধান নগর থানার অন্তর্গত মিলন মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঋষভ গুপ্তা নামে এক ব্যক্তি গত ২২ এপ্রিল প্রধান নগর থানায় জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
ওই লিখিত অভিযোগে ঋষভ গুপ্তা জানিয়েছিলেন , দেবীডাঙ্গা এলাকায় তার জমি অবৈধভাবে দখল করে এই দুই জমি মাফিয়া জমি বিক্রি করার চেষ্টা করে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে , প্রধান নগর থানার পুলিশ তদন্ত শুরু করে । তদন্তের পর অভিযুক্ত দুই ব্যক্তিকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করে এবং সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করে।