জলপাইগুড়ি , ২১ জুন : সিকিম ও পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে মঙ্গলবার তিস্তায় ফের লাল সতর্কতা জারি করল সেচ দপ্তর । জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা , করলা ও জলঢাকা নদী । জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ির শতাধিক বাড়ি ।
সোমবার রাাতে ও ভারী বৃৃৃৃষ্টিপাত হয়েছে পাহাড়ে । অনবরত বৃষ্টির রাতের দিকে তিস্তার জল অনেকটাই বেড়ে যাওয়ায় রাত ২.২৫ মিনেটে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করেছে সেচ দপ্তর । একই সঙ্গে তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্তবর্তী পর্যন্ত হলুদ সঙ্কেত জারি করা হয়েছে ।
অন্যদিকে ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে জলঢাকা নদীতেও । নদীর অসংরক্ষিত ও সংরক্ষিত উভয় এলাকায় হলুদ সংকেত জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর । মঙ্গলবার সকালে জলস্তর অনেকটাই বেড়েছে জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে বয়ে চলা করলা নদীতেও । গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে উপচে পড়েছে জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে বয়ে চলা করলা নদী । এর ফলে জলমগ্ন হয়ে পড়েছেন শহরের বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ । করলা নদীর জল ঢুকে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে শহরের ১ ও ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ।