কালচিনি , ১৩ মে : কালচিনি ব্লকের হাসিমারা এম ই এস চৌপথী এলাকায় বৃহস্পতিবার রাতে রেল লাইনের ধারে আহত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে কালচিনি উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হল।
সম্ভবত কোন ট্রেন থেকে পড়ে গিয়েছেন ওই ব্যক্তি । বৃহস্পতিবার রাতে রেললাইনের পাশে ওই ব্যক্তি কে পড়ে থাকতে দেখে স্থানীয়রাই তাকে উদ্ধার করে কালচিনির লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন । খবর পেয়ে লতাবাড়ি গ্রামীন হাসপাতালে আসেন হাসিমারা আরপিএফ ।
হাসপাতাল সূত্রের খবর , এখনও ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি । প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ ।