কোচবিহার , ১৩ মে : তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের , ঘোগার কুটি নতুন বাজার এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের ওপরে একটি ছোট গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে গুরুতর জখম ১ জন ।
স্থানীয় সূত্রের খবর কোচবিহার থেকে অসমগামী একটি বাস ছোট গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু ঘোগার কুটি টোল প্লাজায় , ঘাতক বাসটিকে আটকে দেন কর্মরত কর্মীরা । সেই ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক । ছোট গাড়ির চালককে , স্থানীয়রা উদ্ধার করে , তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় । তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হলে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে , গাড়িটিকে উদ্ধার করে , তুফানগঞ্জ থানায় নিয়ে যায়।