শিলিগুড়ি , ২০ জুন : কামাখ্যার পর দ্বিতীয় মন্দির তৈরি হচ্ছে শিলিগুড়ির কাছে নেপালি বস্তিতে । আর কয়েক দিনের অপেক্ষা । তারপরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে সেই মন্দির । চলছে জোড় কদমে প্রস্তুতি , রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নেপালি বস্তি বৈকন্ঠপুর জঙ্গল লাগোয়া গ্রামে তৈরি হয়েছে দশমহাবিদ্যা মন্দির । সেই মন্দিরের মায়ের দশটি রূপ স্থাপিত হবে ।
ইতিমধ্যই মায়ের পাঁচটি রূপ তৈরী করা হয়ছে । যার উন্মোচন করা হবে আগামী ২২ জুন । তারপর থেকে পাঁচ দিন লাগাতার অনুষ্ঠান রাখা হয়েছে । মন্দিরের উদ্বোধন করবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব । ২২ জুন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির । মন্দিরের কাজ প্রায় সমাপ্তির পথে । মন্দির উদ্বোধন এর প্রস্তুতি শুরু হয়ে গেছে ।
এই বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে কানাইলাল পাল জানান , ২২ জুন মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি চলছে । প্রায় ২৫০০০ ভক্ত হাজির হবেন মন্দিরের উদ্বোধনের দিন । কামাখ্যার পর দ্বিতীয় মন্দির এটা , অন্যদিকে এই প্রসঙ্গে গ্রামের মানুষ জানায় খুব ভালো লাগছে । এই ধরনের একটি মন্দির তৈরি হয়েছে বলে , ভীষণ খুশি গ্রামের মানুষও ।