- পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত ভাই
- ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর গ্রামে
- ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
মালদা : পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে নিজের ভাইকে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে।আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত ভাই বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা।ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত ভাইয়ের নাম ললিত মন্ডল (৪০)। পেশায় তিনি মৌমাছি ব্যবসায়ী।পরিবারে রয়েছে স্ত্রী চন্দনা মন্ডল সহ দুই ছেলে মেয়ে।অভিযুক্ত দাদার নাম মাঙ্গুর মন্ডল।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একা ঘুমিয়েছিল ভাই ললিত মন্ডল।গভীর রাতে দাদা ধারালো অস্ত্র দিয়ে কোপায় ভাইকে বলে অভিযোগ।পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দাদা।জানা গিয়েছে,অভিযুক্ত দাদা মানসিক ভারসাম্যহীন।দুই ভাইয়ের মধ্যে আগের থেকেই বিবাদ ছিল।এদিন হঠাৎ ভাইয়ের ওপর হামলা চালায় দাদা।ঘটনায় আক্রান্তের পরিবার মালদা থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ।