জয়গাঁ , ২২ জুন : ছোটো মেচিয়াবস্তি এলাকায় তোর্ষা নদীর ভাঙ্গন কবলিত এলাকা বুধবার পরিদর্শন করলেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাঁও সহ তৃণমূল নেতৃত্ব ।
ছোটো মেচিয়াবস্তি এলাকায় তোর্ষা নদীর ভাঙ্গনে পাঁচটি ঘর নদী গর্ভে বীলিন হয়ে যায় । এদিন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন বীরেন্দ্র ওরাঁও ।