শিলিগুড়ি , ৯ মে : রাজ্য সরকার নির্ধারিত আংশিক লকডাউনের যে সময়সীমা ধার্য করা হয়েছে । তা লঙ্ঘন করে জরুরি পরিষেবার বাইরে থাকা দোকানগুলিতে দেদার বেচাকেনার ছবি নজরে আসল শিলিগুড়ির সুভাষপল্লীতে।
সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিক্রির যে সময় ধার্য করা হয়েছে , সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দোকানগুলি খুলে রাখা হয়েছে সর্ব সাধারনের জন্য । করোনা বিধির আওতায় থেকেও অসচেতন ভাবেই চলছে ব্যবসা । একদিকে যখন শহরে করোনা সংক্রমণ মোকাবিলায় প্রতিনিয়ত চলছে সচেতনতার বার্তা প্রচার , ঠিক তার বিপরীতে থেকে শহরবাসীর এই ধরনের অসহযোগীতা উদ্বেগ বাড়াচ্ছে শহরের ।
তবে রবিবার সুভাষপল্লী বাজরের এই ছবি পুলিশের নজরে আসতেই তৎক্ষণাৎ শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে দোকানে ঝাঁপি বন্ধ করার নির্দেশ দিয়ে আগামীর জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দেন ব্যবসায়ীদের।