দার্জিলিং , ১৯ মে : লকডাউনের পঞ্চম দিনে তৎপরতা দার্জিলিং পুলিশের । করোনা সংক্রমণ রোধে রাজ্যে চলছে লকডাউন । প্রথম দিন থেকে সরকারের নির্দেশ যাতে সঠিক ভাবে পালন হয় সেই দিকে নজর রেখে রাস্তায় বার হওয়া প্রতিটি যানবাহন থামিয়ে বাড়ির থেকে বার হওয়ার কারন যাচাই করছে দার্জিলিঙের ঘুম পুলিশ । একই চিত্র গোটা পাহাড় জুড়ে । পাশাপাশি নির্দেশ মেনেই দোকান খোলা বন্ধ হয়েছে নাকি তাও খতিয়ে দেখছে দার্জিলিং পুলিশ।