আলিপুরদুয়ার , ২৩ জুন : চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গেট মিটিং করা হল । বৃহস্পতিবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয় ।
ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে ওই মিটিং করা হয় । মূলত শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে এদিনের গেট মিটিং হয় বলে জানা যায়।