আলিপুরদুয়ার, ১৬ ফেব্রুয়ারী : বন্যপ্রাণের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ডীমা চা বাগানে। ডীমা চা বাগানের বীচ লাইনে বাগানের শ্রমিকরা একটি বন্যপ্রাণের মৃতদেহ দেখতে পায় । প্রথমে দেখে শ্রমিকদের মনে হয় এটা হয়ত লেপার্ডের শাবকের মৃতদেহ । শ্রমিকরা বনদপ্তরের নিমতি রেঞ্জে খবর দেয় ঘটনাস্থলে বনদপ্তরের নিমতি রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছে বন্যপ্রাণীটির মৃতদেহ উদ্ধার করে। বনদপ্তর সুত্রে খবর বন্যপ্রাণীটি সম্ভবত ক্যাট প্রজাতির কিন্ত এখনই ঠিকমত বলা যাচ্ছেনা। বন্যপ্রাণীটি ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়া নিয়ে যাওয়া হয়েছে ।ময়নাতদন্তের পর জানা যাবে এই বন্যপ্রাণীটি কোন প্রজাতির এবং কিভাবে মৃত্যু হল।