শিলিগুড়ি , ১৯ মে : চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগে গ্রেপ্তার দুই মহিলা।
দিনের পর দিন রাজ্য তথা দেশ জুড়ে বাড়ছে বেকারত্ব এবং এই বেকারত্বকেই হাতিয়ার করে চাকরি পাইয়ে দেবার নাম করে শিক্ষিত যুবক যুবতীদের কাছে থেকে টাকা লুটে নেওয়ার ছক কষছে কিছু অসাধু ব্যক্তি । তেমনি এক ঘটনা শহর শিলিগুড়িতে । সরকারি চাকরী পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিলিগুড়ির এক সংস্থার বিরুদ্ধে । লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমে সংস্থার দুই মহিলাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ ।
ধৃতদের নাম সাথী দাস (২৮), অঙ্কিতা দাসগুপ্ত (২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে , সম্প্রতি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে পেপারে বিজ্ঞাপন দেয় একটি সংস্থা। প্রধান নগর মার্গারেট স্কুলের সামনে খুলে বসে সংস্থার অফিসও । শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি , আলিপুরদুয়ার থেকে ও যুবক যুবতীরা চাকরির সন্ধানে এসে পৌঁছায় প্রধান নগরে সেই সংস্থার অফিসে । তবে অফিস আসতেই জানানো হয় প্রথমে ৬০০ টাকা দিয়ে করতে হবে রেজিষ্ট্রেশন। ৬০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা মাত্রই জানানো হয় এখন হবে ১৫ দিনের প্রশিক্ষণ । প্রশিক্ষণ শেষেই নাকি হাতের মুঠোয় সরকারি চাকরি । তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই প্রশিক্ষণের জন্য প্রয়োজন ১৭ হাজার ৭০০ টাকা । তবে অসুবিধা নেই একবার এত টাকা দিতে না পারলে । রয়েছে ইনস্টলমেন্ট পেমেন্ট এর ব্যবস্থা।
তবে প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই অর্থাৎ ১৫ দিনের মধ্যেই মিটিয়ে দিতে হবে সম্পূর্ণ টাকা । ট্রেনিং করার পরই চাকরী নিশ্চিত বলে দাবী করা হয় সংস্থার তরফে। বেকার যুবক-যুবতীদের স্বপ্ন একটা সরকারি চাকরি । সরকারি চাকরি পাওয়ার আশায় প্রশিক্ষণ নিতে প্রস্তুত হয় অনেক যুবক-যুবতী । কেউ ৭ হাজার , আবার কেউ কেউ পুরো টাকাই তুলে দেয় সংস্থার হাতে । টাকা দেওয়ার পরেই , সংস্থার দেওয়া কথা মতন নাকি শুরু হয় প্রশিক্ষণ । কিন্তু অভিযোগ ১৫ দিনে প্রশিক্ষণ শেষ হয়ে গেলে ও ৬ মাস অতিক্রান্ত হলেও কোনো চাকরী হয় না কারুর ।
এরপরই সংস্থার পাতা ফাঁদে পা দিয়ে নিজের জমানো পুঁজি সব হারিয়েও সরকারি চাকরি না পেলে প্রধাননগর থানার দ্বারস্থ হয় বানারহাট এর এক বাসিন্দা। প্রধাননগর থানায় সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তিনি । অভিযোগ পেয়ে তদন্তে নেমে সংস্থার দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ । এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । আজ ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে প্রধাননগর থানার পুলিশ।