আলিপুরদুয়ার , ২৩ জুন : খুব শীঘ্রই আলিপুরদুয়ার জেলার শামুকতলা দমকল কেন্দ্র স্থাপন হচ্ছে । বৃহস্পতিবার আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের আধিকারিকরা শামুকতলা এলাকা পরিদর্শন করলেন আজ ।
শামুকতলায় দমকল কেন্দ্র স্থাপনের লক্ষ্যেই এদিন এলাকায় দমকল আধিকারিকরা পরিদর্শন করেন । এই বিষয়ে উল্লেখ্য শামুকতলাবাসীর দীর্ঘ দিনের দাবী ছিল শামুকতলায় দমকল কেন্দ্র স্থাপন করা ।