মালদা , ১৪ মে : ইংরেজবাজার থানার সামনে হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । দাউদাউ করে জ্বলে উঠল ফাস্টফুডের একটি ঠেলাগাড়ির দোকান। আর এই ঘটনাকে ঘিরে ইংরেজবাজার থানা সংলগ্ন কে জেসান্যাল রোডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । এদিন সকাল আটটা নাগাদ এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই খবর দেয় দমকলে। পাশাপাশি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ফাস্টফুড দোকানের আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ওই ফাস্টফুডের দোকানটি পুরোপুরি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
প্রশ্ন উঠেছে মালদা শহরের বিভিন্ন এলাকার ফুটপাথ জুড়ে অসংখ্য ফাস্টফুডের দোকান গজিয়ে উঠেছে । যেসব দোকানে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার না করে বাড়ির রান্নার গ্যাস ব্যবহার করার অভিযোগ উঠেছে। এছাড়াও কোনরকম পরিকাঠামো ছাড়াই রাস্তার উপরেই চলছে রান্নার গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে তেলেভাজা এবং বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকানগুলি ।
ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন , কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল সেটি তদন্ত করে দেখা হচ্ছে । পাশাপাশি থানা চত্বর এলাকায় যে সব অস্থায়ী দোকান গজিয়ে উঠেছে সেগুলি প্রশাসন ও পুরসভার সহযোগিতা নিয়ে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে