শিলিগুড়ি , ৪ ডিসেম্বর : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের লেউসিপাকুরি বাজারে শুক্রবার রাত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও শিলিগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন । আগুন লাগার প্রকৃত কারণ এখনও না জানা গেলেও মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট বা বিড়ি-সিগারেটের থেকেও আগুন লাগতে পারে।
এই ঘটনায় ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । তবে আগুন আয়ত্তে আনার ব্যাপারে স্থানীয়দের ভূয়সী প্রশংসা করে দমকলকর্মীরা বলেন তারা এগিয়ে না হলে আরও বেশ কয়েকটি দোকান পুড়ে যেত ।