মালদা , ২৩ ফেব্রুয়ারী : গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে বিপত্তি । ভস্মীভূত হয়ে গেল দুটি পরিবারের তিনটি বাড়ি । ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা চোচপাড়া গ্রামে।বাড়ি পুড়ে ছাই হয়েছে মহম্মদ নিজামুদ্দিন ও তার ভাইপো মহম্মদ তাসির এর ।
নলকূপ থেকে বালতি বালতি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন বাসিন্দারা । দ্রুত ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে । কিন্তু ফোন কেউ রিসিভ করেননি বলে অভিযোগ। ইতিমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বাড়ি সহ আধার কার্ড , ভোটার কার্ড ,কাপড়-চোপড় ও পনেরো কুইন্টাল ধান এবং নগদ কুড়ি হাজার টাকা সহ আসবাবপত্র । সর্বস্ব হারিয়ে দুটি পরিবার এখন পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছে এক প্রতিবেশীর বাড়ির উঠানে।