শিলিগুড়ি , ১২ মে : শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের ভলোবাসা মোড় এলকার পাঁচকেল গুড়িতে আচমকা প্রায় ২৫ টি বাড়িতে একসঙ্গে মিটার বক্সে আগুন লেগে যায় । এর জেরে ঘরে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় ।
প্রাথমিক অনুমান শর্ট সাকিট হয়ে বাড়ির যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায় । এই ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় এলাকায় । আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় ও স্থানীয় বিদ্যুৎ দপ্তরে । ঘটনাস্থলে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পরিস্থিতি খতিয়ে দেখেন । কি কারনে এমন ঘটনা তার সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি । তবে এলাকাবাসীর অভিযোগ এর আগেও এরকম ঘটনা ঘটেছে ।