শিলিগুড়ি , ২৩ নভেম্বর : অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের । শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে ঘটনা । ঘরের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা । ভূষণ লাকরাকে (৪১)ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢুকতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে ।
স্থানীয়রা খবর দেন ঘোষপুকুর পুলিশকে । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।