এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়াল হেমতাবাদ থানার আসমানহাট এলাকায়। মৃত ব্যক্তির নাম পুলেন্দ্র নাথ যোগী(৬০)।জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেল নিয়ে ওষুধ কিনতে বেরিয়েছিলেন পুলেন্দ্রবাবু।এরপর বাড়ি থেকে কিছু দূরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসিরা।এই খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ সেখানে ভিড় জমান।হেমতাবাদ থানার পুলিশ অধিক রাতে দেহটি উদ্ধার করে হেমতাবাদ থানায় নিয়ে আসে।মৃত্যুর কারন নিয়ে পুলিশ এখনও ধোয়াশায় আছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।