- ১০ হাজার টাকা চাইতে গিয়ে আক্রান্ত ব্যবসায়ী
- বৈষ্ণবনগর থানার সুকপাড়া গ্রামের ঘটনা
- হাতুড়ি এবং বাটখারা দিয়ে মারধর
খবর সময়, মালদা :
ব্যবসার জন্য ধার দেওয়া ১০ হাজার টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার সুকপাড়া গ্রামে।আক্রান্ত ব্যবসায়ীকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম শরিফুল ইসলাম(২৫)।ছয় মাস আগে এলাকারই জালাল মিঞা নামে এক ব্যক্তিকে মুরগির ব্যবসা করার জন্য ১০ হাজার টাকা ধার দিয়েছিলেন শরিফুল। সেই টাকা চাওয়া নিয়ে গোলমালের সূত্রপাত।এদিন সকালে শরিফুল ইসলামকে হাতুড়ি এবং বাটখারা দিয়ে দোকানের মধ্যে মারধর করে অভিযুক্ত জালাল মিঞা বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছেন,অভিযুক্ত পলাতক।