উত্তরদিনাজপুর , ২২ অক্টোবর : উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চন্দন চা – বাগানে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ৬০০০ চা পাতা গাছ কেটে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । চা শ্রমিকরা বাগানে গিয়ে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান । সমস্ত চা শ্রমিক , দাসপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান ।
তাদের দাবী দুষ্কৃতীরা বারবার করে চা গাছ কেটে দিচ্ছে । তাই তারা আজকে ৫০০ শ্রমিক কাজ বন্ধ করে দাসপাড়া পুলিশ ফাঁড়িতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ।