মালদা, ১৯ মে : জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে যুক্ত শতাধিক শ্রমিকেরা গত ছয় মাস ধরে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে এনএইচআইএ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান-বিক্ষোভ করলেন। লকডাউনের মধ্যে চরম সংকটের মুখে পড়েছেন ওইসব শতাধিক শ্রমিকেরা। মঙ্গলবার সকালে এবিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৈষ্ণবনগর থানার টোলগেট সংলগ্ন এলাকায় নিজেদের শ্রমিক সংগঠনের অফিসের সামনে অবস্থান , বিক্ষোভে সামিল হলেন শতাধিক শ্রমিকেরা। এমনকি অসহায় শ্রমিকেরা ৩৪ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিত চিঠিও পাঠিয়েছেন।
এইচসিসি (হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি) অধীনস্থ মালদা এবং মুর্শিদাবাদ জেলায় কর্মরত ১১০০ শ্রমিক মঙ্গলবার থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দিয়েছেন। এরপরই নিজেদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ , অবস্থানে সামিল হয়েছেন। এদিন সকাল থেকেই মালদার বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকার টোলগেটের সামনেই অবস্থান, বিক্ষোভ চালিয়ে যান কয়েক’শ শ্রমিক । তাঁদের দাবি, লকডাউনের জেরে এখন সংকটের মুখে তাদের পরিবার । ৩৪ জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনরকম ভাবেই বকেয়া বেতন দিয়ে তাদের সাহায্য করছে না। বারবার দাবি করার পরেও কর্তৃপক্ষের এহেন উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করেই বিক্ষোভ , অবস্থান শুরু করা হয়েছে।
যদিও এপ্রসঙ্গে মালদার এনএইচআইএ’র প্রজেক্ট ডিরেক্টর দিনেশ কুমার হানসারিয়া জানিয়েছেন, এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলার বলবে। এর বেশি কিছু বলতে পারব না।
তৃণমূল পরিচালিত ফেডারেশন অব অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক সুনীল সরকার বলেন, শ্রমিকদের বকেয়া বেতন যদি না দেওয়া হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ থাকবে। পুরোপুরি কাজ বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। এনএইচআই’এ কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধেই এবং শ্রমিকদের স্বার্থের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে জানানো হয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন না মিললে, আগামীতে বৃহত্তর আন্দোলন চালান হবে।