দার্জিলিং , ১১ মে : সিঙ্কোনা বাগানের শ্রমিকদের পদোন্নতির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত থাকল বুধবারও । এদিন সকালে মংপু সিঙ্কোনা বাগানের শ্রমিকরা হিল তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যানারে এলাকায় একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে । এরপর এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল এলাকার বেশ খানিকটা পথ পরিক্রমা করে সিঙ্কোনা বাগানের ডিরেক্টরের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ।
সেখানেই হিল তৃণমূলের সমর্থিত সিঙ্কোনা বাগানের শ্রমিকরা অবস্থানে বসে । শ্রমিকদের দাবি গত ১০ বছরেরও বেশি সময় ধরে প্রথা অনুযায়ী সিঙ্কোনা বাগানের অস্থায়ী হেলপারদের কোনরকম পদোন্নতি হয়নি। এর আগেও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জানিয়েও সুরাহা মেলেনি । তাই গত মাসের ২৮ তারিখ থেকে লাগাতার বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে হিল তৃণমূলের শ্রমিক সংগঠন। সংগঠনের দাবি অবিলম্বে সিঙ্কোনা বাগান কর্তৃপক্ষকে ১০ বছর ধরে বন্ধ থাকা সিঙ্কোনা বাগানে কর্মরত হেলপারদের পদোন্নতি করতে হবে।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সিঙ্কোনা প্লান্টেশন ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনাল ঘিসিং বলেন , গত ১০ বছর ধরে সিঙ্কোনা বাগানে কর্মরত হেলপারদের কোনরকম পদোন্নতি হয়নি। ব্রিটিশ আমলে থেকে সিঙ্কোনা বাগানে যে পদোন্নতির একটি সার্কেল রয়েছে তা বন্ধ রয়েছে । আমরা চাই অবিলম্বে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের স্বার্থে এই পদোন্নতি চালু করুক।
অন্যদিকে সিঙ্কোনা এন্ড আদার মেডিসিন প্ল্যান্ট ডিরেক্টর স্যামুয়েল রাই জানিয়েছেন বিষয়টি রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে জানানো হয়েছে রাজ্য সরকার বিষয়টি দেখছে। রাজ্য সরকার নির্দেশমতো কাজ হবে।