শিলিগুড়ি , ১৭ জুলাই : শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিশুর মায়েরা টিকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন টিকা কেন্দ্রের সামনে । ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে । অভিযোগ ওই টিকাকেন্দ্রে গতকাল শিশুর মায়েদের টিকা দেওয়া হয় । গতকাল স্বাস্থ্যকর্মীদের তরফে জানানো হয়েছিল আজও শিশুর মায়েদের টিকা দেওয়া হবে ।
সেই মতো শনিবার কাকভোর থেকে টিকা নিতে লাইনে দাঁড়ায় বেশ কিছু মহিলা । কিন্তু বেলা এগারোটা নাগাদ তারা জানতে পারেন আজ তাদের টিকা দেওয়া হবে না । এখন তাদের পরিবর্তে BCDA এর সদস্যদের টিকা দেওয়া হবে । এরপরই তারা ক্ষুব্ধ হয়ে টিকাকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন । পরে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন ।