কালচিনি , ২৩ জুন : চা বাগানের শ্রমিকদের নূন্যতম মজুরি প্রদানের দাবিতে বৃহস্পতিবার কালচিনির ব্লকের বিভিন্ন চা বাগানে গেট মিটিং করল বিজেপির চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ । বৃহস্পতিবার কালচিনি ব্লকের দলসিংপাড়া , সুভাষিনি , ভাতখাওয়া , কালচিনি , আটিয়াবাড়ি সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং করে বিটিডাব্লুইউ ।
বিজেপির চা বাগান সংগঠনের নেতৃত্ব জানান , রাজ্য সরকার শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৩০ টাকা বৃদ্ধি করেছে । তারা ৩০ টাকা মজুরি বৃদ্ধি মানছেন না । এত কম পারিশ্রমিকে চা শ্রমিকরা জীবন জীবিকা নির্বাহ করতে সমস্যায় পড়েছেন । তাদের দাবী চা শ্রমিকদের নূন্যতম মজুরি প্রদান করতে হবে । আর এই নূন্যতম মজুরি প্রদানের দাবীতে তাদের লাগাতার আন্দোলন চলবে ।