আলিপুরদুয়ার , ২৫ ফেব্রুয়ারী : দেশের বিভিন্ন ব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়ে ও নেশা মুক্ত ভারত গড়তে সদুর বিহার থেকে উত্তরপূর্ব ভারত সহ বিভিন্ন রাজ্যে পদযাত্রা করছেন বিহারের চার ব্যক্তি । তাদের পথচলা শুরু হয়েছিল ২৬ জানুয়ারী বিহার থেকে । এবার পশ্চিমবঙ্গ হয়ে অসমে প্রবেশ করেছন তারা ।
শুক্রবার তারা বারবিশা থেকে অসমের দিকে রওনা দেন । মূলত তাদের আবেদন দেশের বিভিন্ন ব্যবস্থার পরিবর্তন , যুব সমাজের উন্নতি , ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে তাদের কাজ দেওয়া হোক । সংবিধানের পঞ্চায়েত স্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত বিভিন্ন আইন বদল করা হোক । এমপি এমএলএ দের পেনশন বন্ধ করে অন্য কাজে লাগনো হোক ।