শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : দন্ত চিকিৎসা বিভাগে পড়াশোনা করে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে উত্তরবঙ্গে মেডিকেল কলেজের দন্ত বিভাগের ছাত্ররা । শুক্রবার তাদের দাবি বিগত কয়েক বছর থেকে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া ।
হবু দন্ত চিকিৎসকদের দাবি নিয়মিতভাবে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র গুলিতে নিয়োগ করুক সরকার । নতুবা তাদের পড়াশুনার মূল্য থাকবে না । এই দাবিতে এদিন তারা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ দেখান ।