কোচবিহার , ২ মে : উত্তরবঙ্গে 45 দিনের গরমের ছুটি বাতিলের দাবিতে অভিনব পদ্ধতিতে প্রতিবাদে সামিল হলেন দিনহাটার এক শিক্ষক শুভজিৎ ভৌমিক। সাইকেলে ফেস্টুন লাগিয়ে দিনহাটা থেকে কোচবিহার এর উদ্দেশ্যে রওনা দেন ওই শিক্ষক । একইসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের মতামত লিপিবদ্ধ করার কাজ শুরু করেছেন তিনি। আজ থেকে গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমানে দক্ষিণবঙ্গে ব্যাপক গরমের প্রভাব পড়ার কারণে রাজ্য সরকার 45 দিনের স্কুল ছুটি ঘোষণা করেছে ।
কিন্তু বর্তমানে উত্তরবঙ্গে তেমন ভাবে গরমের প্রভাব পড়েনি । বরং দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের আবহাওয়া একেবারেই বিপরীত । এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের স্কুল গুলি খোলা রাখার দাবিতে জনমত সংগ্রহের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন দিনহাটার এক শিক্ষক শুভজিৎ ভৌমিক । তার দাবি দক্ষিণবঙ্গের আবহাওয়ার সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার মিল নেই । তাহলে কেন দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের স্কুল গুলির ছুটি ঘোষণা করা হল ।
সরকারের উচিত ছিল দক্ষিণবঙ্গে আলাদা করে ছুটি ঘোষণা করা। করোনা অতিমারীর কারণে দীর্ঘদিন স্কুল গুলি বন্ধ ছিল। সদ্য স্কুল খুলেছে। ছাত্র-ছাত্রীরা ছন্দে ফিরতে শুরু করেছে । তার মধ্যে এই ছুটি ছাত্র-ছাত্রীদের অনেক ক্ষতি করে দেবে । কিছুদিন বাদে উত্তরবঙ্গে প্রচন্ড গরম পড়বে । সেই সময় উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের এই গরমে ক্লাস করতে হবে। এটা দ্বিচারিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে তার এই উদ্যোগ বলে তিনি জানান। যাতে এই ছুটির বিষয় মুখ্যমন্ত্রী পুনর্বিবেচনা করেন তার উদ্দেশ্যে সাধারণ মানুষের মতামত গ্রহণ করছেন তিনি। দিনহাটা থেকে সাইকেলে করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারই মাঝে সাধারণ মানুষের মতামত লিখিতভাবে গ্রহণ করেন তিনি।