জয়গাঁ , ২১ জুন : জয়গাঁর ছোটো মেচিয়াবস্তি এলাকায় তোর্ষা নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্ৰহণের দাবিতে মঙ্গলবার জয়গাঁ বাসস্ট্যাণ্ড এলাকায় ভুটানগামী প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা ।
এদিন সাড়ে তিনটা নাগাদ পথ অবরোধ করে বাসিন্দারা । এলাকার বাসিন্দাদের দাবী ইতিমধ্যে তোর্ষা নদীর ভাঙ্গনে পাঁচটি ঘর বিলীন হয়ে গিয়েছে । আরও অনেক ঘর যাওয়ার পথে । কিন্ত প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা ।
এদিন প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার পর তৃণমূল কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র বারা ওরাঁও এবং জয়গাঁ ১ প্রধান কমল পাখরিন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন । তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাসিন্দারা ।