মালদা, ১৫ মে : মালদা জেলার মধ্যে সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল জেলা পরিবহন দপ্তর। সোমবার থেকে মালদা জেলার সংক্রমিত জোন ছাড়া যে সমস্ত এলাকায় করোনা রোগী পাওয়া যায়নি সেই সমস্ত এলাকায় সরকারি নিয়ম মেনে বাস চালানো হবে। জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ডিপো ইনচার্জ উত্তম মজুমদার।
প্রত্যেক যাত্রীকে বাসে ওঠার আগে হ্যান্ড স্যানিটাইজার, এবং মাক্স ব্যবহার বাধ্যতামূলক। প্রত্যেকটি বাসে ২০ জন করে যাত্রী থাকবে। আপাতত মালদা জেলার দক্ষিণ প্রান্ত বৈষ্ণবনগর এবং উত্তর প্রান্ত গাজোল এই রুটে বাস চলবে।
মালদা জেলা আরটিও বোর্ড এর সদস্য দুলাল সরকার জানান, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জেলা প্রশাসনের কর্তারা শুক্রবার এক বৈঠকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে সরকারি নির্দেশ মেনে বাস চলবে।