আলিপুরদুয়ার , ২১ জুন : হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির সোমবার গভীর রাতে । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মারাখাতায় । রাতের বেলা ওই ব্যক্তি নিজের বাড়ি ফিরছিলেন জঙ্গলের পথে । আচমকা হাতির মুখোমুখি পরে যান তিনি ।
সেই সময় বুনো হাতিটি ওই ব্যক্তি কে আক্রমণ করে । ফলে মৃত্যু হয় তার । কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে কামাখ্যাগুড়ি স্বাস্থ কেন্দ্রে নিয়ে আসে । মৃত ব্যক্তির নাম বুধরাই টুডু । গত কয়েকদিন থেকে এলাকায় হাতির উপদ্রব অনেকটাই বেড়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে ।