শিলিগুড়ি , ১৩ মে : দুর্ঘটনায় মৃত্যু শিলিগুড়ির এক অ্যাম্বুলেন্স চালকের।
জানা গেছে বহুদিন ধরেই রোগী পরিষেবার কাজের সঙ্গে যুক্ত রয়েছে শংকর সরকার। বেশিরভাগ সময় অ্যাম্বুলেন্স নিয়ে পরিষেবা দেবার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে দাঁড়িয়ে থাকতে দেখা যেত শংকর সরকারকে। প্রাইভেট অ্যাম্বুলেন্স চালিয়েই শিলিগুড়ি শহরে রোগীদের পরিষেবা দিতেন শংকর।
গতকালও এক রোগীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিজের অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হয় শিলিগুড়ি থেকে ফালাকাটার উদ্দ্যেশ্য। রোগীকে বাড়ি পৌঁছে শিলিগুড়ি আসার সময় ঘটে বিপত্তি । ফালাকাটা শিলিগুড়ি হাইওয়ে তে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে শংকরের অ্যাম্বুলেন্সকে ।
নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যান চালক এর সামান্য আঘাত লাগলেও গুরুতরভাবে আহত হয়ে পড়েন শিলিগুড়ির অ্যাম্বুলেন্স চালক শংকর সরকার। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স চালক শংকর কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শংকর । অবশেষে আজ ভোর প্রায় ৫ টা নাগাদ মৃত্যুর মুখে ঢোলে পরে শংকর। অ্যাম্বুলেন্স চালক শঙ্করের অকাল মৃত্যুতে শোকের ছায়া শহর শিলিগুড়ির সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে। শোকের ছায়া তার পরিবারে ও ।