ময়নাগুড়ি , ১২ মে : টিউশন পড়ে ফেরার পথে বান্ধবীদের সঙ্গে খেলতে খেলতে নদীতে পড়ে দশম শ্রেণীর ছাত্রী স্নেহার মৃত্যু হল জলে ডুবে । ঘটনায় জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় শোকের ছায়া।
বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ি সুভাষনগর এলাকার বাসিন্দা দ্বীপ ঘোষের মেয়ে স্নেহা ঘোষ বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে জর্দা নদীতে ডুবে যায়। এই খবর জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই আসে পাশের লোক এলাকার বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর স্নেহার দেহ পাওয়া যায়। তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্নেহাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পাওয়ার পর ময়নাগুড়ি থানার পুলিশ দেহটি ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। পুলিশ জানায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।