মালদা , ১০ ডিসেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক চালকের । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার পোপড়া এলাকায় । পরে সংশ্লিষ্ট থানার পুলিশ এসে ওই ট্রাক্টরটি উদ্ধার করে । মৃতদেহটি উদ্ধারের পর সেটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত চালকের নাম পিন্টু শেখ বয়স (৩৬)। তার বাড়ি পুখুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায়। এদিন সকালে ট্রাক্টর নিয়ে পুরাতন মালদার পোপড়া এলাকায় ট্রাক্টরের ধান লোড করতে যাচ্ছিলেন । পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা খাদে পড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।