শিলিগুড়ি , ৩০ এপ্রিল : কোভিড আক্রান্ত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার নকশালবাড়ি ব্লকের রাঙাপানিতে । মৃত ব্যক্তির নাম রিন্টু পাল (৩১) । তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন ।
শুক্রবার সকালে তার কোভিড রিপোর্ট পজেটিভ আসে । এরপই তার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ । পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্মীরা পিপিই কিট পরে তার দেহ উদ্ধার করে । মৃতের বাবা রতন পাল জানান , গতকাল রাতে ফুলবাড়ী ব্যারেজে আত্মহত্যার চেষ্টা করে তার ছেলে । কোনোক্রমে বেঁচে যায় । করোনার চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেড পাওয়া যায়নি । আজ সকালে গলায় ফাঁস লাগায় । মৃতের তিন বছরের একটি বাচ্চা আছে । তবে কেন তিনি এরকমটা করলেন তা নিয়ে ধন্ধে এলাকাবাসীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।