কোচবিহার , ২২ জুন : অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভেসে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনাটি মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের বড় চকিয়ারছড়া এলাকার ।
এদিন মানসাই নদীতে মৃতদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা । ভেসে আসা মৃতদেহটিকে আটকে গ্রামবাসীরা পুলিশে খবর দেন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মাথাভাঙ্গা থানার পুলিশ ও নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে মানসাই নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে । ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ।