শিলিগুড়ি , ২০ জুন : শিলিগুড়ির হাসমিচক এলাকার একটি ফুলের দোকানের ভেতরে থেকে উদ্ধার হল ওই দোকানের কর্মীর ঝুলন্ত দেহ । সোমবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এলেই দেখতে পান ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবক ।
খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে । ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গত কয়েকদিন আগেই ওই যুবক ওই দোকানে কাজ করতে এসেছিলেন । তার বাড়ি ফালাকাটা এলাকায় । তবে কি কারণে ওই যুবক আত্মঘাতী হল তা তদন্ত করে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ ।