আলিপুরদুয়ার , ১০ মার্চ : সুজিত রায় নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যশোডাঙ্গা এলাকায় । বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বামনী নদী সংলগ্ন এলাকায় একটি গাছে এক যুবকের ঝুলন্ত দেহ । তার মুখে পার্শ্ববর্তী বাড়ির এক গৃহবধূর ব্লাউজ গোজা ছিল ।
বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল জাগে । ঘটনাস্থলে আসে শামুকতলা থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় ।
মৃত যুবকের মা পূর্ণিমা বিশ্বাস অভিযোগ দায়ের করেছেন শামুকতলা থানায় । মৃত যুবকের বয়স ২৭ বছর । তার মোবাইলটি খুঁজে পায়নি পুলিশ । স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবেই তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে যশোডাঙ্গা এলাকায় ।