জলপাইগুড়ি , ২৩ সেপ্টেম্বর : আরও এক শিশুর শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ , ৩ শিশুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় । গতকাল রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগের ভর্তি থাকা ৩ শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ।
করোনা আক্রান্ত বছর তিনেকের শিশুকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি করা হয়েছে বলে বৃহস্পতিবার জানালেন জলপাইগুড়ি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন । বুধবার রাত ১২ টা পর্যন্ত জলপাইগুড়ি শিশু বিভাগে ভর্তি মোট ১০৭ জন শিশু বলে জানালেন বিজয়বাবু । গতকাল রাত পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছিল ২৪ জন শিশু । ছুটি হয়েছে ৬ জনের । গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ৩ জন শিশুকে রেফার করা হয়েছে | তিন জন শিশুকে বলে জানান কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন । তবে বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের ওপিডিতে শিশুদের ভিড় লক্ষ্য করা গেছে।