শিলিগুড়ি , ১৯ মে : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের চাপ কমাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু করা হল কোভিড ওয়ার্ড । আপাতত ৪০টি বেড নিয়ে এই ওয়ার্ড চালু হল । বুধবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব এবং রঞ্জন সরকার এই কোভিড ওয়ার্ডের উদ্বোধন করেন । জানা গেছে এখানে ভেন্টিলেশন এবং অক্সিজেনের ব্যবস্থা থাকবে ।