জলপাইগুড়ি , ২১ মে : করোনার বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করে যাচ্ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য তথা জেলা যুব তৃণমূলের সভাপতি সৈকত চ্যাটার্জী। এবার নিজেই করোনা আক্রান্ত হলেন তিনি।
শুক্রবার বিকালে সৈকত চ্যাটার্জী নিজেই জানান তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি জানান গতকাল একটু কাশি সহ শরীর খারাপ ছিল। তাই আজ র্যাপিট এন্টিজেন টেস্ট করাই। সেই রিপোর্টে পজিটিভ এসেছে।
প্রসঙ্গত প্রথম বছর থেকেই সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এলাকা স্যানিটাইজ থেকে শুরু করে করোনা আক্রান্তদের খাবার, করোনা আক্রান্তের হাসপাতালে পৌঁছানো এমন কি রাত জেগে করোনায় মৃতদের সৎকারেও তাকে দেখা গিয়েছে ।
এই মুহুর্তে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন থাকতে হবে । তার জন্য মন খারাপ সৈকত বাবুর। তিনি বলেন সকলকে আবারও বলছি সচেতন থাকার কথা। নিজে থেকে সকলকে এগিয়ে আসতে হবে করোনার বিরুদ্ধে লড়াই করতে।’