মালদা , ৪ অগাস্ট : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক বৃদ্ধের। গতকাল গভীর রাত্রে মালদা কোভিড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকায়।
হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। পারিবারিক সূত্রে জানা যায় মৃত ব্যক্তি পেশায় স্বর্ণকার ছিলেন। গত মাসের শেষ সপ্তাহ থেকে জ্বর সর্দি-কাশি নিয়ে স্থানীয় ডাক্তারের চিকিৎসা করান। সেখানে টাইফয়েডের চিকিৎসা শুরু হয়। কয়দিন চিকিৎসা হওয়ার পরে অবস্থা অবনতি হয়। গত শুক্রবার চাঁচল হাসপাতালে তার লালারস সংগ্রহ করা হয়।
শনিবারে জেলা স্বাস্থ্য দপ্তরের লালা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই ব্যক্তি করোনা পজেটিভ। রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই ওই ব্যক্তি অবস্থা খারাপ হয় ,তাকে চাঁচল থেকে মালদা স্থানান্তরিত করা হয়। মালদা কোভিড হাসপাতালে ভর্তি হওয়ার পরই শ্বাসকষ্ট শুরু হয় । অক্সিজেন স্তর নামতে শুরু করে। ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ কোভিড হাসপাতালের সিসিইউতে স্থানান্তরিত করা হয়। সোমবার গভীররাতে করোনা হাসপাতলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
মৃত ব্যক্তির ছেলে জাানান , শেষ চেষ্টা করেও বাবা কে বাঁচানো গেল না।
দীর্ঘ ১০ বছর ধরে ওই ব্যক্তি কর্মহীন হয়ে বসেছিলেন। এর আগে গয়না তৈরির কাজ করতেন। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।
এদিকে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ফলে গোটা হরিশ্চন্দ্রপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।