জলপাইগুড়ি , ১২ ডিসেম্বর : বিভাগীয় বিমা কর্মচারী সমিতির ৬৪ তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার জলপাইগুড়ি জেলাপরিষদ হলে । অনলাইনে প্রকাশ্য সম্মেলনের উদ্বোধন করেন সমিতির সর্বভারতীয় নেতৃত্ব বেনুগোপাল ।
সরকারি নিয়ম মেনে এই সম্মেলন থেকে বিমা ব্যাংক , রেল সহ ঢালাও বেসরকারীকরণের শিল্প নীতি , নতুন শ্রম আইন ও কৃষি আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও কর্মসূচি গ্রহণ করা হবে জানালেন পূর্বাঞ্চল বিমা কর্মচারী সমিতির সভাপতি ধ্রুবজ্যোতি গাঙ্গুলি ।