আলিপুরদুয়ার , ২ অক্টোবর : হাতির হানা ফালাকাটা ব্লকে । হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল ৫টি পরিবার । পাশাপাশি ঘটনায় আহত এক নাবালিকা । আহত ওই নাবালিকাকে রাতেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশনে শুক্রবার রাতে হাতির দল তান্ডব চালায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সংশ্লিষ্ট চা বাগানের দলমনি ডিভিশনের মনোজ হাঁস দা , রাজেন হেমব্রম , খারু কাছুয়া , বুধুয়া এক্কা এবং প্রভু হেমব্রম পৃথক ৫টি পরিবারের ঘর ভেঙে তছনছ করে দেয় ।
ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের কারও ঘর ভেঙে চুরমার করে দেয় । আবার কারও ঘরের বেড়া ভেঙে খাবার সাবাড় করে দেয় হাতির দল। গভীর রাতে আচমকাই হামলা চালায় একটি দাঁতাল । প্রায় ঘন্টা দু’য়েক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় সে । বনদপ্তরের দলগাঁও রেঞ্জ সূত্রে জানানো হয়েছে , আহত নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।