মালদা , ৬ নভেম্বর : মালদায় উৎসবের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । রোজ গড়ে শতাধিক মানুষ আক্রান্ত । এরই মধ্যে চিকিৎসকদের সাবধান বার্তা করোনা আক্রান্তরা কোনভাবেই যেন আতশবাজির সংস্পর্শে না যায় । ইতিমধ্যেই মালদা জেলায় কোভিড আক্রান্তদের এই বিষয়ে সতর্ক করছেন চিকিৎসকরা । তাঁদের বক্তব্য , কোভিডে একবার আক্রান্ত হলে সেই রোগী সুস্থ হয়ে গেলেও তাঁর ফুসফুসের প্রায় ২৫ -৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে । রোগী বিশেষে ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে । এই পরিস্থিতিতে দীপাবলিতে বাজি পোড়ানোর সময় যে বিষাক্ত ধোঁয়া তৈরি হয় তা ভীষণ ক্ষতিকর ।
কোভিড আক্রান্ত যারা সুস্থ হয়ে উঠেছেন তাঁদেরও এই বিষাক্ত ধোঁয়া শরীরের ব্যপক ক্ষতি করতে পারে । তাই চিকিৎসকরা বারে বারে বাজি না পোড়াতে আবেদন করছেন এবং আক্রান্তদের সতর্ক করছেন ।
এদিকে আতঙ্কিত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীরাও। এই ধোঁয়াতে নতুন করে অসুস্থ হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এই নিয়ে কিছু পরিবেশ প্রেমী জেলা প্রশাসনকে আবেদনও জানিয়েছেন । বাজি পোড়ানোর ক্ষেত্রে যাতে সতর্ক থাকে প্রশাসন ।
অন্যদিকে , কিছুটা হলেও সচেতন হচ্ছে জেলাবাসী । এবারে অন্যান্য বারের মতো বাজি কেনার হিরিক তেমন নেই । ফলে বাজি ব্যবসায়ীদের একরকম মন্দা চলছে । করোনা আবহে বাজির বাজার জমছে না এই বছর।