চাকুলিয়া , ৪ জুলাই : সুদানি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার বেলুন গ্রাম পঞ্চায়েত এলাকায় । ডুমুরিয়া ঘাটে আজ সকালে কিছু লোক মাছ ধরতে যায় নদীতে । সেই সময় এক ব্যক্তির দেহ জলের স্রোতে ভেসে আসাতে দেখে স্থানীয় বাসিন্দারা দেখে পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । সঠিক পরিচয় জানতে পুলিশ তদন্তে নেমেছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকার ওই ব্যক্তি এলাকার নয় । তাদের প্রাথমিক অনুমান , বাইরে থেকে কেউ বা কারা নদীতে ভাসিয়ে দিয়েছে । নদীর জল বেড়ে যাওয়াতে ঘাটে লেগে গেছে তাকে হয়তো অন্য জায়গায় মেরে নদীতে ফেলে গেছে দুষ্কৃতীরা।