মালদা , ৩ মে : ক্ষতবিক্ষত অবস্থায় এক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ । রবিবার রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে গাজোল থানার চাকনগর গ্রাম পঞ্চায়েতের ডোবা খাকসন এলাকায় । এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে । মৃতের পরিবারের অভিযোগ তাদের ছেলেকে নৃশংসভাবে খুন করেছে এলাকারই এক দুষ্কৃতী । গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার । অভিযোগ দায়ের হতেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ এই ঘটনায় রামপ্রসাদ মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ওই ছাত্রের নাম দেবাশিস সরকার ( ১১ )। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পাঠরত ছিল। পরিবারে রয়েছে বাবা অমল সরকার মা অলোকা সরকার।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , রামপ্রসাদ মন্ডল ওই ছাত্রকে গ্রাম থেকে এক কিলোমিটার দূরে টাঙ্গন নদীর ধারে নিয়ে যায় । টাঙ্গন নদীর ধারে পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তারপরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ ।
রাতেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গাজোল থানার পুলিশ গ্রেপ্তার করেছে । সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয় । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গ্রামে ।