জলপাইগুড়ি , ১৯ সেপ্টেম্বর : জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিকসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স আ্যসোসিয়েশনের শিলিগুড়ি জোন । এদিনের শিবিরটি জলপাইগুড়ি প্রশাসনিক বিল্ডিং (WBSEDCL) এসজেডিএ কমপ্লেক্স এলাকায় অনুষ্ঠিত হয় ।
সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জিতা ব্যানার্জী সহ ৪ জনের প্রতিনিধি শিবিরে উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিলেন WBSCDCL এর আঞ্চলিক প্রবন্ধক বিষ্ণু দত্ত , প্রজেক্ট ম্যানেজার রাজীব এবং ফিরোজ আকতার খান , বিভাগীয় প্রবন্ধক দেবব্রত বনিক, কোস্তভ দাস ডিভিশনাল ইঞ্জিনিয়ার , শিলিগুড়ি জোন মৈনাক ঘোষ, উত্তম সাহা সহ অন্যান্যরা ।