জলপাইগুড়ি , ২৭ নভেম্বর : রাজ্য গ্রামীণ চিকিৎসকদের ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের জয়ন্তী ভবনে । শনিবার পতাকা উত্তোলন এবং ডাক্তার নর্মান বেথুনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় । জলপাইগুড়ির বিভিন্ন ব্লক থেকে আগত গ্রামীণ চিকিৎসকরা এদিন এই সম্মেলনে অংশগ্রহণ করেন । এছাড়াও এদিন এই কর্মসূচিতে জেলা এবং রাজ্য স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন । রাজ্য গ্রামীণ চিকিৎসকদের জলপাইগুড়ি জেলা সভাপতি নারায়ণ রায় বলেন পাঁচ বছর পর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে ।
তিনি আরও বলেন এই সম্মেলনের মধ্য দিয়ে প্রত্যেকেই আমরা জেনে বুঝে কাজ করা এবং সঠিকভাবে স্বাস্থ্য পরিসেবা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয় । গ্রামীণ চিকিৎসকদের সদর ব্লক প্রেসিডেন্ট প্রহ্লাদ রায় বলেন পাঁচ বছর পর পর আমাদের নতুন কমিটি গঠন করা হয় যাকে বলে এজিএম সভা । উপস্থিত ছিলেন প্রদীপ কর্মকার , অমল কুমার মল্লিক , নারায়ন সরকার , বাসুদেব চক্রবর্তী , মৃদুল গুহ , প্রহ্লাদ রায় , নারায়ণ রায় সহ অন্যান্যরা।